Latest News:

Memon Grammar School
Memon Grammar School     

Memon Grammar School

Message From Principle

মিসেস সাঈদা সেলিমা আক্তার

অধ্যক্ষ

মেমন গ্রামার স্কুল।

আমি মিসেস সাঈদা সেলিমা আক্তার,দীর্ঘ দিন ধরে অত্যন্ত দক্ষতার সাথে প্রিন্সিপাল হিসাবে দায়িত্ব পালন করছি। শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতির শিখরে উঠতে পারে না। আমি সকল ছাত্র-ছাত্রীদের নির্দেশ দিচ্ছি যে, তুমরা মনযোগ দিয়ে ভালভাবে লেখাপড়া করে একদিন এই দেশের হাল ধরবে। আমি শ্রদ্ধেয় অভিভাবকদের অনুরোধ করছি যে, স্কুলের পড়ালেখার পাশাপাশি ছাত্র-ছাত্রিদের নৈতিকতা, ভদ্রতা, ধার্মিকতার বিষয়ে বিশেষ ভাবে যত্নশীল হওয়ার জন্য। আমি সকল ছাত্র-ছাত্রীদের উজ্জল ভবিষ্যৎ কামনা করছি।

ইতি

মিসেস সাঈদা সেলিমা আক্তার

অধ্যক্ষ

মেমন গ্রামার স্কুল।